বিভূতিভূষণ গোস্বামীর লেখা ‘মিঞা নামের মালা গলে’ গ্রন্থ শীঘ্রই প্রকাশ

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : বিশিষ্ট লেখক তথা মিজোরাম পোস্টের এডিটর বিভূতিভূষণ গোস্বামীর লেখা ‘মিঞা নামের মালা গলে’ গ্রন্থ শীঘ্রই প্রকাশ হচ্ছে। বইটি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলায় উন্মোচন করা হবে। ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি চলবে করুণাময়ী পুস্তকমেলা প্রাঙ্গণে।

বার্তা প্রকাশনের প্রকাশিতব্য নতুন বইটি মিলবে বার্তা বুক ক্যাফে, কলেজস্ট্রিটের দে’জ, দে বুক স্টোর, বিমলা বুক এজেন্সিতে। এছাড়াও অনলাইনে ক্রয় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *