বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : বাদ্রিপার গ্রাম পঞ্চায়েত কমিটি এবং আব্দুল কালাম আজাদ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। দু’দিনব্যপী খেলাধুলার শেষদিন শুক্রবার পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিমানি এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মতিউর রহমান লস্কর, প্রাক্তন আর্মি সুবেদার আব্দুর রশিদ চৌধুরী, গঙ্গাপুর বাদ্রিপার জিপি সভানেত্রীর প্রতিনিধি মনোজকুমার রবিদাস, নিয়াইরগ্রাম বাগপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি ইসলাম উদ্দিন লস্কর, প্রাক্তন জিপির সহ-সভাপতি বাহারুল ইসলাম লস্কর, গঙ্গাপুর বাদ্রিবার জিপির এপি সদস্যার প্রতিনিধি মনোজকুমার বর, সমাজসেবী শাহজাহান মজুমদার, নিয়াইরগ্রাম-বাগপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি মফিদুল ইসলাম লস্কর, সমাজসেবী রিপন হোসেন লস্কর, সমাজসেবী ইয়াহিয়া বড়ভূইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ঐদিন ফুটবলে জয়লাভ করে তুফান ক্লাব বাদ্রিপার। কাবাডি, ব্যাডমিন্টন, ২০০ মিটার দৌড়। এ জয় লাভ করে নিয়াইরগ্রাম-বাগপুর জিপি। খেলা পরিচালনা করেন রেফারি টিটু লস্কর এবং আফতাব উদ্দিন চৌধুরী, আমির চৌধুরী।


