টাকা দেয়নি পরিবার, তাই বন্ধ স্কুল ভ্যান! পড়াশোনার জেদে ৩ ঘণ্টা পথ অবরোধ করল ৫ম শ্রেণির বালিকা

২৬ ডিসেম্বর : শিক্ষা কোনও বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার-এই বার্তাই যেন কড়া ভাষায় বুঝিয়ে দিল ১০ বছরের একরত্তি এক বালিকা। স্কুলের মাইনে বা ভ্যানের ভাড়া বকেয়া থাকায় তাকে স্কুল ভ্যানে তোলা হয়নি। আর এই ‘অপরাধের’ প্রতিবাদে স্কুলব্যাগ বুকে আঁকড়ে মাঝরাস্তায় ধর্ণায় বসল পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরভী যাদব। তার জেদের জেরে টানা তিন ঘণ্টা স্তব্ধ হয়ে রইল যান চলাচল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।

সুরভী স্থানীয় একটি বেসরকারি স্কুলের ছাত্রী। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। যাতায়াতের একমাত্র ভরসা স্কুলের ভ্যান। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, গত দুই বছর ধরে সুরভীর পরিবার ভ্যানের যাতায়াত খরচ মেটায়নি। বারবার বলা সত্ত্বেও টাকা জমা না পড়ায় শেষমেশ কঠোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সুরভীকে ভ্যানে তোলা বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু পড়াশোনার প্রতি টান আর অদম্য জেদ সুরভীকে ঘরে আটকে রাখতে পারেনি। কেন তাকে স্কুলে নেওয়া হবে না, এই প্রশ্ন তুলে সে সটান বসে পড়ে ব্যস্ত রাস্তার মাঝখানে। কোলের ওপর ধরা প্রিয় স্কুলব্যাগ, চোখে জল আর মনে পাহাড়প্রমাণ জেদ-এই ছবি দেখে থমকে যান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আধিকারিকরা তাকে বারবার রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও খুদে সুরভী ছিল অনড়। তার একটাই দাবি, “আমাকে স্কুলে নিয়ে যেতে হবে।”

টানা তিন ঘণ্টার এই অচলাবস্থায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অবশেষে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসন ও স্কুলের পক্ষ থেকে সুরভীকে ফের স্কুলে নিয়ে যাওয়ার এবং তার পড়াশোনার সুষ্ঠু ব্যবস্থা করার আশ্বাস দিলে দীর্ঘক্ষণ পর সে রাস্তা ছাড়ে। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। খুদে এই ছাত্রীর সাহসিকতা আর শিক্ষার প্রতি এমন ভালোবাসা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
খবর : tech infomatrix

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *