এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তাল পরিস্থিতি
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : শিলচর এনআইটির এক পড়ুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের হোস্টেল সেভেনে উদ্ধার হয়েছে পড়ুয়ার ঝুলন্ত লাশটি। এরপর এনআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরিস্থিতি উত্তাল করে তুলেন পড়ুয়ারা।
শুক্রবার রাতে ইলেকট্রিক ডিপার্টমেন্টের ছাত্র গলায় ফাঁস লাগা অবস্থায় পাওয়া যায়। এনআইটি ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায় থার্ড ইয়ারের ফিফ্থ সেমিস্টার ব্যাক লেগেছে বলে কুচ বোকার নামের ছাত্রটি এই পথ বেছে নিয়েছে। পড়ুয়ারা আরও জানান, এনআইটি কর্তৃপক্ষের অনেক গাফিলতি রয়েছে। ছাত্রদের কোন সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে বললে কোন সুরাহা পাননি বলে তারা অভিযোগ করেন। প্রায় সময় দূর ব্যবহারেরও স্বীকার হন তারা।
ছাত্রদের অভিযোগ, এনআইটির ডিন অ্যাকাডেমিক, ড০ বিকে রায়ের নির্যাতনের কারনে তাদের একজন ভালো ছাত্রকে হারিয়েছেন। বিকে রায়ের শাস্তি দাবি জানিয়ে এনআইটির চত্বর উত্তাল করে তুলেন পড়ুয়ারা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ, কাছাড়ের পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, রাঙ্গিরখাড়ি থানার ইনচার্জ দলবল নিয়ে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। শেষ খবরে জানা যায়, পড়ুয়ারা ডিন কে ঘেরাও রেখেছেন। পুলিশ লাঠিচার্য করতে বাধ্য হয়। মৃত যুবক অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে জানা যায়।