বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : শিলচরের সাহিত্যাঙ্গনে এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল প্রতাপ-এর মুদ্রিত সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে নিয়মিতভাবে প্রকাশিত প্রতাপ-এর অনলাইন সংস্করণ অল্প সময়ের মধ্যেই পাঠক ও লেখকমহলে এক সুদৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। লেখকদের নিরলস সৃজনশীলতা, বৈচিত্র্যময় রচনা ও সাহিত্যমনস্ক দৃষ্টিভঙ্গির ফলে সমৃদ্ধ হয়ে ওঠা সেই অনলাইন পরিসরের নির্বাচিত লেখাগুলিকে সংকলিত করে প্রকাশিত হল প্রতাপ : অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ প্রথম খণ্ড।
বৃহস্পতিবার শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের নেতাজি লেনে প্রতাপ-এর সম্পাদক শৈলেন দাসের নিজ বাসভবনে এক সাহিত্য-সংস্কৃতিমনস্ক পরিবেশে এই বিশেষ সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয়। প্রয়াত কবি ছবি গুপ্তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উৎসর্গিত এই বিশেষ সংকলনে স্থান পেয়েছে ঊনত্রিশ জন বিশিষ্ট কবি ও লেখকের গল্প, কবিতা ও প্রবন্ধ।বিশেষ সংখ্যাটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলা সাহিত্য সভা, আসামের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ, ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, শিলচর নর্মাল স্কুলের প্রিন্সিপাল ও বিশিষ্ট কবি মানসী সিনহা এবং রাজ্য পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষিকা কুসুম কলিতা। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্রতাপ-এর সাহিত্যচর্চার ধারাবাহিকতা, নবীন লেখকদের পাশে দাঁড়ানোর প্রয়াস এবং অনলাইন থেকে মুদ্রিত মাধ্যমে উত্তরণের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের সূচনা হয় শিক্ষিকা ও লেখিকা পুষ্পিতা দাসের পরিবেশিত সুমধুর উদ্বোধনী সংগীতের মাধ্যমে, যা উপস্থিত শ্রোতাদের মন জয় করে নেয়। এরপর অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং শুরু হয় সম্মাননা প্রদান পর্ব। প্রতাপ-এর এই বিশেষ সংখ্যায় যাঁদের লেখা প্রকাশিত হয়েছে, এমন ২৮ জন কবি ও লেখককে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এই সম্মাননা পর্বে লেখকদের মধ্যে এক উৎসবমুখর ও গর্বিত আবহ সৃষ্টি হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতা পাঠের পর্ব। স্বরচিত কবিতা পাঠ করেন সুজিতা দাস, অপর্ণা কুমার, সুস্মিতা দাস চৌধুরী, সুরজ শুক্লবৈদ্য, রাখি দাস, চয়ন ঘোষ, স্বাতীলেখা রায়, তানিয়া দাস, প্রিয়তোষ শর্মা, রাহুল দাস, আব্দুল হালিম বড়ভূইয়া, সদয় দাস, শিপ্রা দাস, জয়শ্রী ভট্টাচার্য, পুষ্পিতা দাস, সুরজকুমার নাথ, পিঙ্কি দাস, মমতা চক্রবর্তী, রুমা দাস ও মাম্পি দাস। কবিতার বৈচিত্র্য, ভাবনা ও উপস্থাপনা শ্রোতাদের গভীরভাবে আলোড়িত করে। কবিতা পাঠের পাশাপাশি সুরের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেন সংগীতশিল্পী মাধুরী দাস।অনুষ্ঠানে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন কবি মানসী সিনহা, মৃদুলা ভট্টাচার্য, গোপাল কান্তি রায়, সন্দীপন দত্ত পুরকায়স্থ, কুসুম কলিতা, সমিতা ভট্টাচার্য, ভাস্কর্জ্যোতি দাস, রানা চক্রবর্তী, বিষ্ণুপদ দাস, তানিয়া লস্কর ও রঞ্জনকুমার বণিক। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সময়ের সাহিত্যচর্চা, অনলাইন মাধ্যমের গুরুত্ব এবং প্রতাপ-এর ভূমিকা নিয়ে আলোকপাত করেন।সদ্য আসাম সরকার প্রদত্ত যুব লেখক সম্মাননা প্রাপ্ত কবি সুরজ কুমার নাথ তাঁর বক্তব্যে লেখালেখির ক্ষেত্রে প্রতাপ-এর বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে সম্পাদক শৈলেন দাসসহ পত্রিকার সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন
তিনি বলেন, নবীন ও প্রতিষ্ঠিত লেখকদের একই মঞ্চে এনে প্রতাপ যে সাহিত্যিক সেতুবন্ধন রচনা করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।সম্পূর্ণ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন প্রতাপ-এর সম্পাদক শৈলেন দাস। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক পাঠকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক, প্রাণবন্ত ও স্মরণীয় পরিবেশে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। প্রতাপ-এর এই মুদ্রিত সংস্করণ ভবিষ্যতে বাংলা সাহিত্যচর্চায় এক উল্লেখযোগ্য দলিল হয়ে উঠবে এমনটাই মনে করছেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা।


