নির্বাচনের আগে বরাককে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি ইউটিডিসি-র

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে বরাক উপত্যকাকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানাল ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি। ইউটিডিসি-র পক্ষ থেকে এও দাবি জানানো হয় আগামী নভেম্বরের মধ্যে কেন্দ্র সরকারকে বরাক উপত্যকায় “পর্যবেক্ষণ দল” পাঠিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রক্রিয়া শুরু করতে। দীর্ঘদিনের গণদাবি পূরণে কেন্দ্র সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ডিসেম্বর থেকে পথে নামবে ইউটিডিসি। ১৯৭২ সাল থেকে বরাক উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য লাগাতার যে দাবি উত্থাপিত হচ্ছে, তাতে এমনকী বিভিন্ন সময়ে কেন্দ্র সরকারও সহমত পোষণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত নানা প্রতিকূলতা তৈরি হওয়ায় আজ অবধি এই লক্ষ্য পূরণ হয়নি।

বরাকে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনে কোনও অজুহাতে কেন্দ্র সরকারের আর টালবাহানা করা উচিত নয়, স্পষ্ট জানিয়ে দিলেন ইউটিডিসি কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনের বক্তব্য উপস্থাপন করেন ইউটিডিসি কেন্দ্রীয় সভাপতি সঞ্জিত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালচৌধুরী, অন্যতম সহসভাপতি মায়াজুল আলি বড়ভূইয়া, সাধারণ সম্পাদক মৃন্ময়কুমার নাথ, সম্পাদক সৌমিত্র নাথ, অনুপকুমার নাথ, তাছির আলি, সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির সভাপতি নজরুল ইসলাম লস্কর, ইউটিডিসি মুখ্য সংযোজক শংকর দে প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News