বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : আধুনিক অসমিয়া সাহিত্যের পথিকৃৎ সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্মজয়ন্তী উপলক্ষে গুয়াহাটি প্রেস ক্লাবে এআইডিএসও–এর অসম রাজ্য কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৪ অক্টোবর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ গুয়াহাটি প্রেস ক্লাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজিত হয়।
শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্যের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সুভাষ গোস্বামী, এআইডিএসও–এর সেন্ট্রাল কাউন্সিলের প্রাক্তন সহ-সভাপতি অজয় আচার্য। সভায় প্রারম্ভিক রাখেন এআইডিএসও–এর অসম রাজ্য কাউন্সিলের সম্পাদক হেমন্ত পেগু। এরপর সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমগ্র রাজ্যব্যাপী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে ধন্যবাদজ্ঞাপন করেন এআইডিএসও–এর অসম রাজ্য কাউন্সিলের সহ-সভাপতি পল্লব পেগু।


