৬৭ জন অসুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ দীপায়নের
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৬৭ জন অসুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার বিকেলে শিলচর বিজেপি জেলা কার্যালয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৬৭ জন অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ১৬ লক্ষ ৯০ হাজার টাকার চেক তুলে দিলেন শিলচরের বিধায়ক।
বিতরণ সভায় বক্তব্যে দীপায়ন চক্রবর্তী বলেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ও রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের উপর গুরুত্ব রেখে সমানভাবে কাজ করে যাচ্ছেন, বিগত দিনেও এই অঞ্চলের দুঃস্থ রোগীদের চিকিৎসার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে এবং আগামীতেও এইভাবে আরো অসুস্থ রোগীদের চিকিৎসার মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ প্রদান করা হবে, শেষে উপস্থিত অসুস্থ রোগীদের সু-স্বাস্থ্য কামনা করেন বিধায়ক দীপায়ন।
এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাপুর মণ্ডল বিজেপির সভাপতি জয়জ্যোতি দে, নিউ শিলচর মণ্ডল বিজেপির সভাপতি দুলাল দাস, শিলচর ব্লক মণ্ডল বিজেপির সভাপতি শ্যামল দেব, কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদর্শন চৌধুরী, সঞ্জয় রায়, দেবাশিস সোম সহ আরও অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।