বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : মসজিদ চত্বরে ধ্বজ টাঙিয়ে গেল দুষ্কৃতিরা। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরার ধলাই জেলার মনুতে। জানা যায়, ময়নামা জামে মসজিদ চত্বরে একটি মদের বোতল ও ভিন ধর্মীয় সংগঠনের পতাকা দেখে স্থানীয়রা বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এলাকায় অশান্তি ছড়াতে পরিকল্পিতভাবে এ কাজ করছে দুষ্কৃতকারীরা এমন ধারনা স্থানীয়দের।
পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহল শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। গুজবে কান না দিয়ে তদন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ নজরদারি অব্যাহত আছে।
ছবি সৌজন্যে Tripura


