কানিশাইলে ফাইভ-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্য নিয়ে কানিশাইলে ফাইভ-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কানিশাইল ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কানিশাইলে ফাইভ-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কনকনে এই শীতের সন্ধ্যায় অসংখ্য দর্শকের উপস্থিতিতে কানিশাইল ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা আব্দুল আহাদ তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিসেন্ট সোসাইটি ক্লাবের সভাপতি ও প্রাক্তন এপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী, কানিশাইল প্যাটেলনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি সজল পাল, ওই জিপির এপি সদস্য নেজাম উদ্দিন চৌধুরী, মেদল শরিফনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি মইনুল হক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আব্দুল আহাদ তালুকদার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তিনি যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন ডিএসএর উপ-সভাপতি মৃনালকান্তি দাস। তিনি ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও বক্তব্য রাখেন এপি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী, কানিশাইল–প্যাটেলনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি সজল পাল, মেদল শরীফনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি মইনুল হক, সমাজসেবী আব্দুস শুক্কুর সেখাব, খেলা কমিটির সম্পাদক রাজু আহমেদ ও জিপির উপ-সভাপতি আবু সালেহ। বক্তব্যপর্ব শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অতিথিরা কানিশাইল–প্যাটেলনগর জিপি একাদশ ও মেদল শরিফনগর জিপি একাদশ দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন। এরপর উদ্বোধনী ম্যাচ শুরু হয়।

উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময় শেষে উভয় দল ১–১ গোলে সমতায় থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারে মেদল শরীফনগর জিপি একাদশ জয়লাভ করে প্রথম দল হিসেবে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন জিপির উপ-সভাপতি আবু সালেহ, সদস্য আব্দুল বাসিত, খয়রুল আলম চৌধুরী, জিয়াউল ইসলাম, আব্দুল মালিক চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *