পোকার কামড়ে প্রাণ হারাল চার বছরের শিশু
বরাক তরঙ্গ ৪ সেপ্টেম্বর : হৃদয় বিদারক ঘটনা! বিষাক্ত পোকার কামড়ে প্রাণ হারাল চার বছরের এক শিশু। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার কৈলাশহর ইয়াজিখাওরা গ্রামে। সোমবার সকালে মোহাম্মদ আমিন উদ্দিনের একমাত্র ছেলে আশফাক উদ্দিন বাড়ির সামনে বের হলে পোকায় কামড় বসায়। এতে শিশুটি যন্ত্রণায় ভুগতে থাকে। অবুঝ শিশুটি কয়েক ঘন্টার ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর জানিয়েছেন মোঃ আব্বাস আলি আল জলিলি।