কাছাড় কুংফু দলের দুর্দান্ত সাফল্য, উত্তর-পূর্ব ও অসম চ্যাম্পিয়নশিপে ২৭টি পদক জয়

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : প্রথম নর্থইস্ট কুংফু ফেডারেশন কাপ ২০২৫ এবং ১৩তম অল অসম কুংফু চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলা কুংফু দল অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। গুয়াহাটিতে ২০-২১ ডিসেম্বর কুংফু স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আসামের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৭ জন শিক্ষার্থী সম্মিলিতভাবে ২৭টি পদক জয় করে দলটি উজ্জ্বল কৃতিত্ব অর্জন করেছে। উত্তর-পূর্ব স্তরে কাছাড় দল তৃতীয় সেরা দলের খেতাব লাভ করে এবং অল আসাম চ্যাম্পিয়নশিপে সকল জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে। সামগ্রিকভাবে তারা তৃতীয় রানার্স আপ হয়েছে। পদকগুলির মধ্যে রয়েছে ১২টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ। শিলচরের ইন্টারন্যাশনাল কমব্যাট মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস অ্যাকাডেমির এই দল উত্তর-পূর্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কাছাড় জেলা কুংফুর সাধারণ সম্পাদক ও দলের কোচ রামজয় দাস বলেন, “শারীরিক সুস্থতা ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। শিশুদের সার্বিক বৃদ্ধিতে মার্শাল আর্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি গড়ে তোলে। বিশেষ করে মেয়েদের অংশগ্রহণ জরুরি—আত্মরক্ষা আজকের সমাজে তাদের জন্য অপরিহার্য।” তাঁর নেতৃত্বে দলটি এই চমকপ্রদ ফলাফল অর্জন করেছে এবং তাঁর অবদান সরকারি পুরস্কারে স্বীকৃত। টিম ম্যানেজার দীপিকা নন্দী দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সভাপতি সুদীপ পাল প্রতিক্রিয়ায় বলেন, “ফলাফলে আমি অত্যন্ত খুশি। কোচ রামজয় দাসের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার ফল এই সাফল্য। অভিভাবকদের সমর্থনও অমূল্য।” এই অর্জন কাছাড় জেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *