বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে ফের সরব অ্যাসোসিয়েশন

রূপক চক্রবর্তী, শিলচর।
১৪ নভেম্বর : শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিল শিলচর ইলেকট্রিক অটো ও ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে কড়া অবস্থান নিয়েছে সংস্থা। এ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বার্তা দেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের অভিযোগ—শহরের বাইরের অটো অবাধে শিলচরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কর্মকর্তারা জানান, শিলচরের বাইরের অটো শহরে ঢুকতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথেও নামতে বাধ্য হব।

তাঁরা বলেন, শুধু বাইরের অটো নয়, ফুটপাত দখলদারি এবং পুরসভার অনিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থার কারণেও প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন যানচালক ও সাধারণ পথচারীরা। সংস্থার প্রতিনিধিরা ইতোমধ্যেই সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসন ও ডিটিও-র সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছেন। দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তারা।

এদিকে, আগামী রবিবার কাঁঠাল রোডের একটি ভবনে বিশেষ সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় শিলচরের সকল ইচ্ছুক অটো মালিক ও ড্রাইভারদের মেম্বারশিপ প্রদান করা হবে।

সংস্থার পক্ষ থেকে সব অটো মালিক ও ড্রাইভারদের উপস্থিত থাকার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *