কাছাড় কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : কাছাড় কলেজের পদাৰ্থ বিজ্ঞান বিভাগ সহ অন্যান্য বিভাগে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে সরব হল ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে কাছাড় কলেজের পরিচালন সমিতির সভাপতির নিকট স্মারকপত্র প্রদান করে বলা হয় যে নিয়মিত শিক্ষকের অভাবে স্বাভাবিক পঠনপাঠন সঠিক ভাবে হচ্ছে না। বিশেষকরে পদার্থ বিজ্ঞানের শিক্ষকের সবক’টি পদ শূন্য থাকায় পার্শ্বশিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে। যা পদার্থ বিজ্ঞানের ছাত্রছাত্রীদের উন্নত জ্ঞান অর্জনের সম্পূর্ণ পরিপন্থী।

অসম সরকারের অধীন ‘ডাইরেক্টার অব হায়ার এডুকেশন’ এর পক্ষ থেকে বিভিন্ন কলেজে শূন্য পদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া সত্ত্বেও কাছাড় কলেজে এই নির্দেশিকা মেনে শিক্ষক নিয়োগ হয়নি। এমনিতেই সিবিসিএস ও সেমিস্টার প্রথা চালুর পর থেকে কলেজগুলোতে শিক্ষকের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন দেখা দিয়েছে। অথচ যে সংখ্যক শিক্ষক পূর্বে ছিল তাও এখন না থাকায় পঠন পাঠন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই অবিলম্বে শিক্ষক নিয়োগ করে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন সুচারুরূপে পরিচালিত করতে দাবি জানানো হয়।

Author

Spread the News