দারুল কিরাত রাবে জামাতের চুড়ান্ত পরীক্ষায় প্রথম সালেহ, সংবর্ধনা যুব আহলে সুন্নতের
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : দারুল কিরাত রাবে জামাতের চুড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ভাঙ্গা দারুল কোরান মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাহেল আহমদকে সংবর্ধনা জানাল ভাঙ্গা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের।
গত রমজান মাসে অনুষ্ঠিত এদারায়ে মাদারিছে ইসলামিয়া শিক্ষা বোর্ডের অধীনস্থ দারুল কিরাত মাজিদিয়া কোরান আলকারিম শিক্ষা বিভাগের ২০২৩ সালের রাবে জামাতের ফাইনাল পরীক্ষার ফলাফল বুধবার ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় ভাঙ্গা দারুল কিরাত মকবুলিয়া মাজিদিয়া শাখা কেন্দ্রের মোট ছয়জন শিক্ষার্থী রাবে জামাতের পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ভাঙ্গা দারুল কোরান মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাহেল আহমদ। বাকি পাঁচজন যথাক্রমে ওয়াহিদা বেগম, মাসুদ আহমেদ, জাকির আহমদ, দিলওয়ার হুসেন ও ফুজেল আহমদ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এদিন বিকেলে ভাঙ্গা দারুল কোরান মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে সাহেল আহমদকে ভাঙ্গা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। তৎসঙ্গে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাছলি গ্রামের বাসিন্দা ওয়াহিদা বেগম ও মাসুদ আহমেদকে কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে।
এদিন ভাঙ্গা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে ভাঙ্গা মাছলি দারুল কিরাত মকবুলিয়া মাজিদিয়া শাখা কেন্দ্রের প্রত্যেক জন শিক্ষকদের কে কমিটির পক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কমিটির সাধারণ সম্পাদক আবুল হুসেন। সংবর্ধনা অনুষ্ঠানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা দারুল কোরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ কারি মাহফুজ আহমদ, হাফিজ কারি মোঃ নাজিম উদ্দিন, হাফিজ কারি শামীম উদ্দিন, ভাঙ্গা মাছলি দ্বিতীয় জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শামীম আহমদ, ভাঙ্গা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি হাফিজ কারি সিবাদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হুসেন, কার্যকারী সদস্য শাহনাজ উদ্দিন প্রমুখ।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।