এনপিএস বাতিল করে ওপিএস চালুর দাবিতে এসিটিএ রাধামাধব কলেজ ইউনিট সোচ্চার
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : এনপিএস বাতিল করে ওপিএস অর্থাৎ পুরোনো পেনশন ব্যবস্থা ফের চালু করা সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি নিয়ে সোচ্চার হয়েছেন আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের কর্মকর্তারা। ২২ ও ২৩ আগস্ট দুদিন ধরে ন্যায্য দাবি আদায়ে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার ছিল কর্মবিরতির দ্বিতীয় দিন, এদিন কলেজ প্রাঙ্গণে কলেজ শিক্ষকরা তাদের দাবি নিয়ে প্রতিবাদী আন্দোলনে সামিল হন, সঙ্গে ছিলেন অশিক্ষক কর্মচারী সহ লাইব্রেরি বিভাগের কর্মচারীবৃন্দ।
এদিনের প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সভানেত্রী ড০ অসীমা রায় বলেন, কর্মচারীদের অবসরকালীন সময়ে সুরক্ষার জন্য পুরোনো পেনশন নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন দেশের বিভিন্ন রাজ্যে পুরোনো পেনশন ব্যবস্থা ফের প্রবর্তন করা হয়েছে। অসমেও যাতে নতুন পেনশন নীতি প্রত্যাহার করে পুরোনো পেনশন ব্যবস্থা বহাল করা হয় তারজন্য আসামের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মার দৃষ্টি আকর্ষণ করেন ড০ অসীমা রায়।
এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের কেন্দ্রীয় কমিটির কার্য্যনির্বাহক সদস্যা ড০ অরুন্ধতী দত্ত চৌধুরী, সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ড০ অরুণাভ ভট্টাচার্য প্রমুখ।