স্কুল উপ-পরিদর্শকের নিষেধাজ্ঞা আপত্তিকর ও শিল্প-সংস্কৃতি বিরোধী : বরাকবঙ্গ

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচর আরবান ব্লকের নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে বিভিন্ন সংগঠন ছুটির দিনে যে চিত্রকলা, সঙ্গীত, নৃত্যের ক্লাশ করছিল, তাতে কাছাড়ের বিদ্যালয়সমূহের উপ-পরিদর্শকের নিষেধাজ্ঞা আপত্তিকর ও শিল্প-সংস্কৃতি বিরোধী বলে মন্তব্য করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ সোমবার সংগঠনের শিলচর শহর আঞ্চলিক কমিটির কার্যনির্বাহী সভায় এ ব্যাপারে আলোচনা হয় এবং সকলে একবাক্যে এর সমালোচনা করেন৷ সবাই বলেন, তাতে শিলচর শহরের বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিকাশ বিঘ্নিত হবে৷ অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তাঁরা প্রশাসনের কাছে আর্জি জানান৷

বঙ্গ সাহিত্যের শিলচর শহর আঞ্চলিক কমিটির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ বলেন, সব জায়গাতেই স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে বা ছুটির দিনে সরকারি স্কুলে এলাকার ছাত্রছাত্রীদের বেসরকারি সংগঠনগুলি নাচ-গান-চিত্রকলা শেখায়৷ আবৃত্তি বা নাটকের রিহার্সালের জন্যও স্কুল কর্তৃপক্ষ অনুমতি প্রদান করেন৷ আচমকা শিলচর আরবান ব্লকে তা বন্ধ করে দেওয়ার নির্দেশ রহস্যজনক৷ এই অঞ্চলে সাংস্কৃতিক ও বৌদ্ধিক চর্চা বন্ধের এ এক ষড়যন্ত্র বলেই উল্লেখ করেন তিনি৷ দ্রুত তা প্রত্যাহৃত না হলে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় বঙ্গ সাহিত্য৷

Author

Spread the News