বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : পৰ্বতঝোরার মাক্রীঝোরায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ডিএমসিএইচ (DMCH)-এ পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় গিয়াস উদ্দিন (৫০) হিসেবে জানা গেছে। আহত দু’জন হলেন লালচান্দ শেখ ও রেহান মুস্তাফিক।
১৭ নম্বর জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাক ও একটি মালবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মালবাহী ম্যাজিক গাড়িটির নম্বর AS-16-AC-6571 এবং ট্রাকটির নম্বর NL-01-K-6624। ঘটনাস্থলে বগরিবাড়ি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


