বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের ওপর মৌলবাদীদের পাশবিক নির্যাতনের ঘটনাকে সামাজিক মাধ্যমে সমর্থন করা আরও এক যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। গৌরীপুর পুলিশ বুধবার ধুবড়ি জেলার গৌরীপুরের বানিয়ামারি ষষ্ঠ খণ্ড গ্রাম থেকে বাবুল হোসেন নামে এক তথাকথিত ইউটিউবারকে গ্রেফতার করেছে।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু যুবককে গাছে হাত-পা বেঁধে অত্যন্ত নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে মারার এক নৃশংস ভিডিও ভাইরাল হয়। গোটা বিশ্ব যখন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছিল, সেই সময় বাবুল হোসেন ওই হিংসাত্মক ঘটনার সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন। বাবুল হোসেনের এই উসকানিমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যকলাপ গৌরীপুর পুলিশের নজরে আসতেই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে মঙ্গলবার রঙ্গিয়া ও হাইলাকান্দি জেলা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।


