বেরেঙ্গায় নদী থেকে অবৈধ বালু খনন,  বন দফতরের দ্বারস্থ রাইজর দল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বরাক নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু খননের অভিযোগ তুলে মঙ্গলবার কাছাড় জেলা বন দফতরের (ডিএফও) কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে রাইজর দলের কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল।
এদিন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সামনে রাইজর দল কাছাড় জেলা কমিটির সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর অভিযোগ করে বলেন, বিগত ১০ থেকে ১২ বছর ধরে শিলচরের বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকার রবিদাস পাড়া সংলগ্ন বরাক নদীর একটি অংশ থেকে কোনও ধরনের বৈধ নথি বা অনুমতি ছাড়াই একদল বালু মাফিয়া দিন-রাত অবৈধভাবে বালু খনন করে চলেছে। এর ফলে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, লাগাতার অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে কৃত্রিমভাবে গভীর গর্ত সৃষ্টি হয়েছে, যা সংলগ্ন বাঁধের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে এই বাঁধ ভেঙে গেলে পুরো শিলচর শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাইজর দলের পক্ষ থেকে এই বিষয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্মারকলিপির অনুলিপি মুখ্যমন্ত্রী, সিএম ভিজিল্যান্স, বনবিভাগের ঊর্ধ্বতন আধিকারিক ও কাছাড় জেলার জেলা আয়ুক্তের কাছেও পাঠানো হবে বলে জানানো হয়।
রাইজর দল হুঁশিয়ারি দিয়ে জানায়, অবৈধ বালু খনন বন্ধ না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবে। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রুবেল বড়ভূইয়া, দেবজিত দেবনাথ, রাখিব আহমেদ, মেহেবুব আলম-সহ অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *