নরসিংহপুরের যুব কংগ্রেসের সভাপতির দায়িত্বে কমরুজ্জামান

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : কাছাড় জেলায় যুব কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে বিভিন্ন ব্লকে নতুন সভাপতিদের নিয়োগ করা হয়েছে। অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাছাড় জেলা যুব কংগ্রেসের ইনচার্জ রাজজিৎ নাথের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়। নরসিংহপুর ব্লকের যুব কংগ্রেসের সভাপতির পদে নিয়োগ করা হয়েছে কমরুজ্জামান লস্করকে।

বাকি সাতজন নব নিযুক্ত ব্লক যুব কংগ্রেস সভাপতিরা হলেন শিলচর টাউন ব্লকে প্রিয়ম দাস, শিলচর রুরাল ব্লকে নীলকান্ত সিংহ, বিন্নাকান্দি ব্লকে নন্দন গোয়ালা, লক্ষীপুর ব্লকে আহমদ আলি চৌধুরী, রাজাবাজার ব্লকে সঞ্জয় কুমার ধুবি, পালংঘাট ব্লকে সাহান উদ্দিন লস্কর এবং বড়জলেঙ্গা ব্লকে কুণাল দে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কাছাড় জেলা যুব কংগ্রেসের ইনচার্জ রাজজিৎ নাথ এবং অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনামের অনুমোদনে অবিলম্বে কার্যকরীভাবে এই নিয়োগ কার্যকর হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবনিযুক্ত সভাপতিরা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে কংগ্রেসের আদর্শ ও কর্মসূচি তৃণমূল স্তরে আরও জোরদার করবেন। এই নিয়োগকে কেন্দ্র করে জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *