দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর যুব কংগ্রেসের শহর কমিটির সভাপতি পদে নিযুক্ত হলেন প্রিয়ম দাস। এই নিযুক্তি প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনামের হাত ধরে সম্পন্ন হয়েছে। প্রিয়ম দাস কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার শিলচর জেলা সম্পাদক পদে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে এসেছেন এবং তাঁর নেতৃত্বে ছাত্র-যুব সমাজের মধ্যে কংগ্রেসের প্রভাব বিস্তার লাভ করেছে।
শিলচরের যুব কংগ্রেসের এই নতুন সভাপতির নিযুক্তি কংগ্রেসের যুবশাখাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ। স্থানীয় যুবকদের মধ্যে কংগ্রেসের আদর্শ ছড়িয়ে দেওয়া, সামাজিক সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলা এবং বিধানসভা নির্বাচনে যুবশক্তিকে সংগঠিত করার দায়িত্ব এখন প্রিয়ম দাসের কাঁধে। তাঁর পূর্বের কাজকর্মে ছাত্র-সমাজের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে।প্রিয়ম দাসের সহযোগী ও সমর্থকেরা এই নিযুক্তির খবরে আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা ব্যক্ত করেছেন প্রিয়মের নেতৃত্বে শিলচর যুব কংগ্রেস আগামী দিনে আরও মজবুত হবে এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পথ সহজ হবে। একজন সমর্থক বলেন, “প্রিয়ম ভাইয়ের মতো যুব নেতা শিলচরের যুবকদের অনুপ্রাণিত করবে এবং কংগ্রেসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
এদিকে, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের এনামের এই সিদ্ধান্ত শিলচরের রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসামে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক দলগুলো তাঁদের সাংগঠনিক কাঠামো মজবুত করছে।


