রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদপ্রান্তে দিপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে বিশাল বিক্ষোভ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা অসহায় শ্রমিক দিপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙ্গিরখাড়ি নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির পাদদশে হিন্দু জাগরণ মঞ্চের ব্যবস্থাপনায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউ শিলচরের জনগণ এই নিষ্ঠুর হত্যাকাণ্ডকে ঘিরে রাস্তায় নেমে গর্জন করে উঠেছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মুখ্য আহ্বায়ক মহম্মদ ইউনুসের কুশপুতুল প্রজ্বলন করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ উপস্থিত হন। তিনি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে ভারতের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু সেই স্বাধীনতার পর থেকে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ও খুন চলছে। বিচারব্যবস্থা মৌলবাদী জঙ্গিদের হাতে নিয়ন্ত্রিত। চিন্ময় প্রভুর মতো নির্দোষ ব্যক্তিরা এখনো কারাগারে বন্দি। বাংলাদেশে হিন্দুরা ভয়ে জীবন যাপন করছে, যেখানে ভারতে আমাদের সংখ্যালঘুরা সম্মান পায়। মহারাজ আরও বলেন, “আমরা ভারতমাতার সন্তান। নেতাজি সুভাষচন্দ্র বোস, শিবাজী, মহারানা প্রতাপ, আচার্য শঙ্কর, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মহাপুরুষরা এই ভূমিকে রক্ষা করতে আত্মোৎসর্গ করেছেন। হিন্দু যদি একবার জেগে ওঠে, তাহলে কোনো শক্তি তাকে আটকাতে পারবে না।”

বক্তারা দাবি জানান, দিপুচন্দ্র দাসের হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং জনসমক্ষে ফাঁসি দিতে হবে। তাদের পরিবারের সকল সদস্যের জন্য আত্মিক ও ভৌতিক সুরক্ষা ব্যবস্থা করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন কাজল রায়, শঙ্কর লাল সাহা, বাসুদেব সাহা, সৌভিক চৌধুরী, অগ্নিশেখর চৌধুরী, দীপক দেবনাথ, রাজদীপ অধিকারী সহ অসংখ্য জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *