বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বড়জালেঙ্গা ডাকবাংলা সামনে থেকে বড়জালেঙ্গা পোস্ট অফিস পর্যন্ত স্থানীয় জনগণ ছেলে-মেয়ে ধর্ম নির্বিশেষে একটি ক্যান্ডেল মার্চে অংশগ্রহণ করেন। এই মার্চে অংশগ্রহণকারীরা বাংলাদেশে চলমান নির্মম হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ক্যান্ডেল মার্চে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা হাতে ক্যান্ডেল জ্বালিয়ে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা বিশেষভাবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের রাজনীতিকে মৌলবাদী করার প্রচেষ্টাকে সর্বোচ্চ ঘৃণ্য বলে ঘোষণা করেছে। মার্চকারীরা এই প্রচেষ্টাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছে, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করছে। একই সঙ্গে, অংশগ্রহণকারীরা ভারত সরকারের কাছে বিনম্র অনুরোধ জানিয়েছে যেন তারা বাংলাদেশের ঘটনাপ্রবাহের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।
বড়জালেঙ্গা পোস্ট অফিসের সামনে সবাই একসঙ্গে স্লোগান দিয়ে প্রতিবাদকে আরও জোরালো করেছে।স্থানীয়রা জানিয়েছে, এই ক্যান্ডেল মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এতে শতাধিক লোক অংশ নিয়েছে। তারা আশা প্রকাশ করেছে যে, এই প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হবে।


