১৪ নভেম্বর : সৌদি আরবের বেশিরভাগ এলাকায় প্রবল বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সতর্কবার্তা অনুযায়ী, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবজুড়ে অস্থিতিশীল আবহাওয়ার কারণে মুষলধারে বৃষ্টি, বজ্রঝড় এবং হঠাৎ বন্যার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং সাধারণ নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের প্রভাব দেশটির বিস্তীর্ণ এলাকায় পড়বে। এর মধ্যে রয়েছে মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল-বাহা, আসির এবং জাজান। বৃষ্টিপাতের মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হলেও কিছু এলাকায় তা মারাত্মক আকার নিতে পারে।
আবহাওয়া বিভাগ নাগরিকদের পরামর্শ দিয়েছে— সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিন, বন্যাপ্রবণ উপত্যকা ও নালা পারাপার এড়িয়ে চলুন। বৃষ্টির সময়, বিশেষ করে কম দৃশ্যমানতার মধ্যে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
উপকূলীয় এবং পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলা জরুরি। প্রশাসন জানিয়েছেন, এই এলাকাগুলোতে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, তাই সতর্কতা অবলম্বন করতে হবে।
আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দীর্ঘ বৃষ্টিপাতের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। কিছু এলাকায় জলের স্তর বৃদ্ধি এবং জলাবদ্ধতার কারণে নাগরিকদের চলাচলে সমস্যা তৈরি হতে পারে।
সৌদি প্রশাসন সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। তারা পর্যবেক্ষণ চালাচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকবে।
নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও উদ্ধারকার্যদের সঙ্গে সমন্বয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনা বা মানবিক ক্ষতি রোধ করা সম্ভব হবে।
তথ্যসূত্র : গালফ নিউজ, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।


