রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : হারানো মাটি ফিরে পেতে ধলাইজুড়ে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রতিদিনই বিধানসভার আনাচে-কানাচে চলছে সভা-সমিতি, ঘরোয়া বৈঠক ও ব্যক্তিগত সাক্ষাৎ। ধলাই কেন্দ্রের তিনটি ব্লকের সর্বস্তরের কংগ্রেস কর্মী ও কর্মকর্তারা সংগঠন চাঙ্গা করতে ঐক্যবদ্ধভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এই জনসংযোগ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ধলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রত্যাশী, ধলাইয়ের প্রাক্তন বিধায়ক দ্বীজেন্দ্র চন্দ্র পুরকায়স্থ-এর সুযোগ্য সন্তান ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।
উল্লেখ্য, ২০২৪ সালে ধলাই বিধানসভার উপনির্বাচনে তিনি অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে এবার টিকিটের প্রত্যাশা সামনে না রেখে একটাই লক্ষ্য স্থির করেছেন—ধলাই আসন পুনরুদ্ধার। দল যদি অন্য কাউকে প্রার্থীও করে, তাতেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
এই লক্ষ্যে নরসিংহপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজেন পালিত-এর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। নিজের ব্লকের পাশাপাশি অপর দুই ব্লকেও জনসংযোগ বাড়াতে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। সোমবার ধলাই বিধানসভার বড়জালেঙ্গা ব্লকে একাধিক সভা ও ঘরোয়া বৈঠক করে কংগ্রেস। এসব কর্মসূচিতে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ও রাজেন পালিত ছাড়াও মণ্ডল কমিটি ও বুথ কমিটির কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ মানুষের মতামত শোনেন তাঁরা।
সভাগুলিতে বক্তারা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং কংগ্রেস শাসনামলের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন। কেন কংগ্রেসের ক্ষমতায় ফেরা প্রয়োজন—সে বিষয়ে সাধারণ মানুষের সামনে যুক্তি তুলে ধরে সমর্থন আদায়ের আহ্বান জানান নেতারা। সব মিলিয়ে, সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে ধলাই আসন পুনরুদ্ধারের লক্ষ্যে কংগ্রেসের এই নিরলস জনসংযোগ অভিযান রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


