পাথারকান্দিতে ইউনুসের কুশপুতল দাহ যুবমোর্চার, বিক্ষোভ মিছিল

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু যুবককে জীবন্ত অগ্নিদগ্ধ করে নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার। সোমবার মণ্ডল যুবমোর্চার উদ্যোগে সমজেলা পাথারকান্দি রবীন্দ্রভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সমস্ত শহর পরিক্রমন করে এসে তেমাথায় বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আহ্বায়ক ইউনিসের কুশপুতল দাহ করেন যুবমোর্চা বাহিনীরা। এতে  সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদকারীরা কুশপুতুলে জুতোপেটা করে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভ মিছিলে বিজেপির  মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ দেন। গোটা কর্মসূচি জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি ছিল।

বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন ও হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। এ ধরনের বর্বরতার নিন্দা জানিয়ে বিজেপি নেতৃত্ব দাবি করেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *