বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : অসম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় সোমবার সারাদিনব্যাপী লালার জয়মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের হাইলাকান্দি জেলার সমন্বয়ক লুৎফুর রহমান বড়ভূইয়া। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ফখরুদ্দিন লস্কর। জাতীয় গণিত দিবসের আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়মঙ্গল হাইয়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শিক্ষক বশির আহমেদ বড়ভূইয়া।
জেলা সমন্বয়ক লুৎফর রহমান বড়ভূইয়া গণিত দিবসের তাৎপর্য এবং শ্রীনিবাস রামানুজনের জীবন নিয়ে আলোকপাত করেন। তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দেন। গণিত সম্পর্কিত একটি প্রশ্ন উত্তর প্রতিযোগিতাও আয়োজিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছে মার্জনা বেগম মজুমদার, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মেহবুবা বেগম লস্কর এবং সাহানা বেগম লস্কর।


