রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : নরসিংহপুরে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। রবিবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, রাত আনুমানিক পৌনে এগারোটার সময় শিলচর থেকে কাবুগঞ্জ অভিমুখে আসা একটি বাইক নরসিংহপুর পেট্রোল পাম্পের নিকটে পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগতির কারণে বাইকটি হঠাৎ পালটি খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় ধলাই থানার অন্তর্গত পুনিছড়া এলাকার পাপন ঠাকুর ও আকাশ ঠাকুর গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দু’টি বাইকে করে চারজন যুবক শিলচর দিক থেকে আসছিলেন। এর মধ্যে পাপন ও আকাশের বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল বলে স্থানীয়দের দাবি। দুর্ঘটনার শব্দ শোনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁদের পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাপনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা অপর বাইকটি ঘটনাস্থল ছেড়ে কিছু দূরে চলে যায়। পরে সেটি আবার ফিরে আসে। ফিরে আসা বাইকে থাকা দুই যুবকের মধ্যে সুরজিত নামের এক যুবক হঠাৎ বাইক থেকে নেমে রাস্তার পাশে অচেতন হয়ে পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধলাই পুলিশ। দীর্ঘ সময় পর অচেতন যুবকের জ্ঞান ফিরলে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।
ঘটনার খবর পেয়ে আহতদের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।


