বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত দিপুচন্দ দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে এই নিন্দা জানান বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর। আতাউর রহমান লস্কর বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে হত্যা করার বৈধতা দিতে পারে না। এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা মানবতা, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির সম্পূর্ণ পরিপন্থী। সভ্য সমাজে সহিংসতার কোনও স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইসলাম ধর্ম কখনওই অন্যায়, জুলুম বা নিরপরাধ মানুষের ওপর সহিংসতার শিক্ষা দেয় না। ইসলাম শান্তি, সহনশীলতা ও ন্যায়বিচারের ধর্ম। ধর্মের নামে বা ধর্মকে ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো ইসলামের মৌলিক শিক্ষার সম্পূর্ণ বিরোধী।
বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে ধর্ম বা পরিচয়ের অজুহাতে আর কোনোও সংখ্যালঘু নাগরিককে প্রাণ হারাতে না হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার হলেও জীবন ও নিরাপত্তা সবার। সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ—সব নাগরিকের অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব বলেও তারা মত প্রকাশ করেন।


