ওয়ার্ল্ড মেডিটেশন ডে”তে শিলচর নিরাময় ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের উদ্যোগে ব্যাপক সাড়া

“ধ্যান সে জ্ঞান’ : প্রথম দিনই  আধিকারিক, ক্যাডেট সহ অনুশীলনে এনসিসির পাঁচ শতাধিক

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : সহস্রাধিক ধ্যান অনুষ্ঠানের সংকল্প নিয়ে “ধ্যান সে জ্ঞান” কর্মসূচি শুরু হল শিলচরে। যৌথভাবে এমন উদ্যোগ নিয়েছে  নিরাময় স্কুল অব যোগ এডুকেশন ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যন্ড হোলিস্টিক সায়েন্সেস।  পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রবিবার , ২১ ডিসেম্বর ‘ওয়ার্ল্ড মেডিটেশন ডে”তে  হয় এই প্রকল্পের সূচনা। শিলচর এন আইটি’তে ‘৩ আসাম এনসিসি ব্যাটালিয়ন’ এর সঙ্গে মিলে হয় উদ্বোধনী পর্ব। এরপর নিরাময়ের বিভিন্ন শাখায় অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথম দিনেই প্রায় হাজার অংশগ্রহণকারী সমবেত ধ্যান অভ্যাস করেন।

এ দিন আধিকারিক, ক্যাডেট সহ এনসিসির পাঁচ শতাধিক “ধ্যান সে জ্ঞান” এর উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হন। যোগচার্য রাহুল, শতাক্ষী ভট্টাচার্য, স্বাতী দেব, নভস্বতী ভট্টাচার্য সহ নির্বাচিত আরও কয়েকজন দুই ইনস্টিটিউটের পক্ষে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম দিনের কর্মসূচিতে।

প্রসঙ্গত, রাস্ত্রসংঘের সাধারণ পরিষদ  ২০২৪ সালেই ২১ ডিসেম্বর দিনটিকে ‘ওয়ার্ল্ড মেডিটেশন ডে’ বা ‘বিশ্ব ধ্যান’ দিবস হিসেবে  উদযাপনের সিলমোহর দেয়। এ বার দ্বিতীয় বছর। শিলচর নিরাময়  প্রথম  থেকেই বড়সড় পর্যায়ে উদযাপন করে আসছে দিনটি। এবারও  “বিশ্ব ধ্যান দিবস” উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে যৌথভাবে অভিনব উদ্যোগ নিয়েছে শিলচর ‘ নিরাময় স্কুল অব যোগ এডুকেশন’। সঙ্গে রয়েছে “ইনস্টিটিউট  ফর যোগ এডুকেশন রিসার্চ এন্ড হলিস্টিক সায়েন্সেস”। “ধ্যান সে জ্ঞান” প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অন্তর্গত বরাক সহ উত্তর-পূর্বের নানা স্থানে সহস্রাধিক ধ্যান অনুষ্ঠান আয়োজনের সংকল্প রয়েছে উভয় যোগ শিক্ষা সংস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *