শিলচরে হার্ট কেয়ার সোসাইটির রজতজয়ন্তী উৎসব উদযাপন

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : হার্ট কেয়ার সোসাইটি অব অসমের বরাক ভ্যালি চ্যাপ্টারের উদ্যোগে রবিবার শিলচরে সাড়ম্বরে রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়। এদিন দুপুর ১২টায় শিলচরের সার্কিট হাউস রোডে একটি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রজতজয়ন্তী উদযাপনের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাস এবং হার্ট কেয়ার সোসাইটি অব অসমের রাজ্য সভাপতি ডাঃ নির্মলকান্তি ভট্টাচার্য।

দিনব্যাপী এই অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশন, স্বাস্থ্য বিষয়ক প্যানেল আলোচনা, ওপেন হার্ট সেশন এবং সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। হৃদরোগ সচেতনতা ও সমাজে স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরতে এসব অধিবেশন বিশেষ ভূমিকা পালন করে।
সন্ধ্যায় উপস্থিত অতিথি ও সাধারণ দর্শকদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলকাতা থেকে আগত বিশিষ্ট অতিথি শিল্পী অর্কপ্রিয়া বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। রজতজয়ন্তী উৎসবকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশে শিলচরে হার্ট কেয়ার সোসাইটির সমাজসেবামূলক কর্মকাণ্ডের গৌরবময় পথচলার স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *