বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : আরজে প্রোডাক্টস প্রেজেন্টস কর্তৃক আয়োজিত ‘মেগা ফেইস অফ নর্থইস্ট সিজন-১’ মডেলিং প্রতিযোগিতার ৬টি বিভাগের বিজয়ীদের রবিবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ ক্যালেন্ডার হস্তান্তর করেন প্রতিষ্ঠানের নির্দেশক ইফতিকার খান, সহ-আয়োজক মীনাক্ষী পাল ও সদস্যা সুতপা রায় প্রমুখ। উপত্যকা থেকে ৩৫ জন অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী হন সুমিত রায়, রিয়ান্স চক্রবর্তী, স্নিগ্ধা ধর, আফান জোহান লস্কর, আপন চৌধুরী, নিশাত আহমেদ, মৌমিতা দাস, অঞ্জনী সিং, প্রণব শুক্ল বৈদ্য ও সুমদীপ্ত চক্রবর্তী।

নির্দেশক ইফতিকার খান বলেন, “মডেলিং হলো এমন একজন মানুষের কলা, যিনি যেকোনও পোশাক বা জিনিস সুন্দরভাবে ক্যারি করে উপস্থাপন করেন। একজন মডেলের যথাযথভাবে ক্যারি করার স্কিল, পলিশনেস ও কাজে দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেকোনো পেশাতেই ভালো মানুষ হয়ে সকলকে সম্মান দিতে হবে।” তিনি আরও জানান, আগামী দিনে এ অঞ্চলের শিল্পী-মডেলদের গান ও অভিনয়ভিত্তিক একটি অ্যালবাম তৈরির কাজ চলছে, যা অল্পদিনের মধ্যে শেষ হবে।সহ-আয়োজক মীনাক্ষী পাল ও সদস্যা সুতপা রায় একই সুরে বলেন, ইফতিকার খানের সঙ্গে কাজ করে মডেলিংয়ের প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন। মডেলিংয়ের মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠা সম্ভব, তাই আগ্রহী সকলে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২৯ জুন গান্ধী ভবনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


