মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : কাটিগড়ায় ফের নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। পাঁচ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। বুধবার কাটিগড়া রেল সেতু থেকে এক যুবতীর আত্মহত্যার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে কাটিগড়া গ্যামন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় মানুষজন দ্রুত তৎপর হন। নদীতে থাকা জেলেদের সহায়তায় মহিলাকে দ্রুত উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাঁকে কাটিগড়ার মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
জানা গেছে, উদ্ধার হওয়া মহিলা পূর্ব কাটিগড়ার তারিণীপুর গ্রামের বাসিন্দা এবং তিনি দুই সন্তানের জননী। ঘটনার খবর পেয়ে কাটিগড়া পুলিশ ও মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাটিগড়া পুলিশ।



