মাঝ নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে গেল, উদ্ধার তিনটি দেহ

২১ ডিসেম্বর : ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ল। এ মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার  রাতে বাংলাদেশের নারায়ণগঞ্জের ধলেশ্বরীর মাঝ নদীতে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বাইক চালক রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

স্থানীয়দের ভাষ্য- নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি ছেড়ে আসে।

মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি বাইক, দু’টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ জলে পড়ে যায়।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছেড়ে আসে।

মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে গেলে পাঁচটি যানবাহন জলে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *