ধলাইয়ে রাজনীতির উত্তাপ, ঘরে ঘরে কংগ্রেসের জনসংযোগ

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ ২০ ডিসেম্বর : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, সম্ভাব্য ২০২৬ সালের এপ্রিল–মে মাসের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান। ক্ষমতা ধরে রাখতে যেমন জোর কদমে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি, তেমনি পিছিয়ে নেই প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। তৃণমূল থেকে শুরু করে ব্লক, জেলা ও রাজ্যস্তর—সর্বত্রই চলছে সভা-সমিতি ও সাংগঠনিক তৎপরতা। সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরাও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে বিধানসভার আনাচে-কানাচে ছুটে বেড়াচ্ছেন জনসংযোগে।

এই আবহেই শনিবার ধলাই বিধানসভার বড়জালেঙ্গা ব্লকে কংগ্রেসের তরফে জোরালো জনসংযোগ কর্মসূচি পালিত হয়। বিধানসভার প্রার্থী প্রত্যাশী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের নেতৃত্বে বড়জালেঙ্গা ও নরসিংহপুর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা এবং বিভিন্ন মণ্ডল ও বুথ কমিটির প্রতিনিধিরা একাধিক সভা করেন। পাশাপাশি বেশ কয়েকটি ঘরোয়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ও হয়।
কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট লক্ষ্য—ধলাই বিধানসভা আসন পুনরুদ্ধার। উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরেই এই আসন কংগ্রেসের হাতছাড়া। তবে গত উপনির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই এবার আরও সংগঠিতভাবে মাঠে নামতে চাইছে দল।

দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেসের অধিকাংশ কর্মকর্তা-কর্মীর আস্থা ধ্রুবজ্যোতি পুরকায়স্থের উপরই। তাঁদের বিশ্বাস, তাঁকে সামনে রেখেই ধলাই বিধানসভা আসন পুনরুদ্ধার সম্ভব। আগামী দিনে এই আসনে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য—কারণ ২০২৬-এর নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যের সর্বত্র, বিশেষ করে ধলাইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *