বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আগরতলায় সনাতনী হিন্দু সেনার বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরা। শনিবার এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে সনাতনী হিন্দু সেনার উদ্যোগে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর তাঁর মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের যুব নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের একাধিক রাজ্যেও ক্ষোভ ও প্রতিবাদের সুর উঠেছে।

এই প্রেক্ষাপটে আগরতলায় সনাতনী হিন্দু সেনার বিক্ষোভ মিছিল বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়। পরে সেখানেই স্লোগান তুলে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের এক নেতা জানান, “বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, অত্যাচার ও নারীদের নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। এই ধরনের নারকীয় ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই হামলা বন্ধ না হলে সনাতনী হিন্দু সেনা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *