বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনস্থ স্ব-শাসিত শাখা মাই ভারত কাছাড়ের উদ্যোগে ও ফ্রেঞ্চনগর “কর্মায়ন সংস্থার” সহযোগিতায় ক্লাস্টার লেভেল স্পোর্টস মিট প্রতিযোগিতার শুরু হয়েছে ধলাইয়ে। নরসিংহপুর উন্নয়ন খণ্ডের ধলাই বিএনএমপি এইচএস স্কুল খেলার মাঠে দুই দিবসীয় প্রতিযোগিতা শুরু হয় শনিবার।
উদ্বোধনী প্রতিযোগিতায় মেয়েদের কবাডি, মেয়েদের ১০০ মিটার লম্বা দৌড় ও ছেলেদের ২০০ মিটার লম্বা দৌড়। ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই সমজেলা অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকার বলেন, বর্তমানে মেয়েরা নাচ-গান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হচ্ছে। খেলাধূলায় শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ধলাইয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন হয়ে থাকে। তিনি মাই ভারত ও কর্মায়ন সংস্থার ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্য রাখেন ধলাই বিএনএমপি এইচ স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণ করতে ছেলেমেয়েরা আগ্রহী। সংস্থার মাধ্যমে ব্লক লেভেল স্পোর্ট মিট আয়োজন করায় ধন্যবাদ জানান তিনি। বক্তব্য রাখেন ধলাই জিপি সভানেত্রীর প্রতিনিধি বিধানচন্দ্র পাল, এপি সদস্যা নিয়তি বর্মন।
উপস্থিত ছিলেন শিক্ষক জয়ন্ত গোয়ালা, মাতৃভূমি সংস্থার ক্রীড়া সম্পাদক পিংকু বর্মন, কর্মায়ন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার, সাইদুর রহমান মজুমদার, ফইজ উদ্দিন মজুমদার প্রমুখ।

রবিবার সকাল ১০ টায় মেয়েদের ব্যাডমিন্টন ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ২টায় ব্লক লেভেল স্পোর্ট মিট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এতে এলাকার ক্রীড়া প্রেমী বন্ধুদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস।


