চুড়াইবাড়িতে পুলিশের জালে বিহারের মহিলা মাদক পাচারকারী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার সহ এক মহিলা মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃত মহিলার নাম আশা দেবী। বয়স ২৬ বছর। তার বাড়ি বিহারের সমস্তিপুর জেলার বাম্বাইয়া হরলাল এলাকায়। জানা গেছে, শনিবার বিকাল আনুমানিক চারটা নাগাদ ত্রিপুরার ধর্মনগর থেকে আগত এস-১১-বিসি-০৪৬২ নম্বরের একটি যাত্রীবাহী বাস বাজা‌রিছড়ার চুড়াইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে সেখানে রুটিন চেকিং চলাকালীন বাসটি থামানো হয়। নবাগত গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বাসটিতে তল্লাশি অভিযান চালায়। যাত্রীদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদের সময় এক মহিলা যাত্রীর আচরণে পুলিশের সন্দেহ হয়। এরপর ওই মহিলার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ব্যাগের ভেতর থেকে ছয়টি পৃথক প্যাকেটে মোট ৮ কেজি ৪৩৯ গ্রাম নিষিদ্ধ গাঁজা উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ অনুমান করছে। ঘটনার পরপরই অভিযুক্ত মহিলাকে আটক করে বাজা‌রিছড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ধৃত মহিলা একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জোরদারভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য পাচারকারীদের সন্ধানে তদন্ত জোরদার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত মহিলাকে রবিবার শ্রীভূমি জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হবে এবং পুলিশ রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ চালানোর সম্ভাবনাও রয়েছে। চুড়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই এই এলাকায় মাদক পাচার নিয়ে উদ্বেগ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মাদক বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষের মধ্যে প্রশংসার সুর শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *