দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : ফ্লাইওভার নির্মিত না হলে শিলচর যানজটের শহর হিসেবে কুখ্যাত হবে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাল ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়। কাছাড় জেলা কমিটির মুখ্য উপদেষ্টা উদয়শঙ্কর গোস্বামী শিলচরের চরম যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের অত্যাবশ্যকীয়তা তুলে ধরেন। গোস্বামী বিস্তারিতভাবে বর্তমান যানজটের সমস্যা তুলে ধরে বলেন, ফ্লাইওভার ছাড়া এর সমাধান অসম্ভব। তিনি ব্যবসায়ীদের কোনও ক্ষতি না হওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ জানান। “ফ্লাইওভার না নির্মিত হলে শিলচর যানজটের শহর হিসেবে কুখ্যাত হবে। সর্বসাধারণের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এটি জরুরি,” তিনি জানান।
সভাপতি গোপীকানাথ ভট্টাচার্য বলেন, শ্রমিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের গঠিত এবং এটি খাঁটি ভারতীয় শ্রমিক সংগঠন। এ অঞ্চলে রাস্তা-ভবন নির্মাণে ধুবড়ী থেকে শ্রমিক আনা হলেও স্থানীয়রা প্রাধান্য পাচ্ছে না। তিনি স্থানীয় শ্রমিকদের প্রাধান্য দেওয়া এবং বাইরের শ্রমিকদের পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করে কাজে লাগানোর উপর দৃঢ় জোর দেন।রাজ্যিক সাধারণ সম্পাদক নীরেন পাল জানান,ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন সর্বভারতীয় স্তরে সক্রিয়। এতে ১৩ লক্ষ সক্রিয় সদস্য শ্রমিকদের ঐক্যবদ্ধ করে স্বার্থ রক্ষা করছেন। বিজেপি-অনুপ্রাণিত এই সংগঠনের মূল লক্ষ্য বিজেপি সরকারের শ্রমিককেন্দ্রিক প্রকল্পগুলো শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া।বিশেষ করে, এমজিএনরেগাকে ‘বিকশিত জি-রামজি’ প্রকল্পে রূপান্তরিত করে ১০০ থেকে ১২৫ দিনের গ্যারেন্টি কাজের সুযোগ দেওয়া হয়েছে। এই সংস্কার সংসদে পাস করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হৃদয়ের গভীরতম ধন্যবাদ জানান।
অঞ্চলে এই যোজনা সম্পর্কে সচেতনতা শিবির আয়োজন করা হবে, যা গ্রামীণ উন্নয়ন ও শ্রমিকদের জীবনমান উন্নত করবে।আগামী দিনগুলোতে এই অঞ্চলের হকারদের সরকারি লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হবে, যাতে ব্যবসায়িক কার্যক্রমে কোনও অসুবিধা না হয়। জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। কার্যকরী সভাপতি বিদ্যুৎ দে বাংলাদেশে ভারতের দূতাবাস দখলের বিরুদ্ধে প্রতিবাদকারী দীপুরঞ্জন দাসকে মৌলবাদীরা জীবন্ত জ্বালিয়ে মারার নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। এই নির্মম হত্যাকাণ্ড মানবতার নামে মৌলবাদীদের মুখোশ খুলে দিয়েছে। নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক ব্যবস্থার দাবি করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে জেলার সাংঘঠনিক সম্পাদক অম্বর ভট্টাচার্য, কোষাধ্যক্ষ নিত্য মঙ্গল ঘোষ, সম্পাদক খাম্বাতন সিংহ, সভাপতি ভজন দাস, সম্পাদক বিবেকানন্দ সিংহ, সম্পাদিকা শর্মিলা বিশ্বাস, কার্যকরী সদস্য বেবী দত্ত, গীতেশ সিংহ, নন্দিনী পাল, কাঞ্চন পাল, উজ্জল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।


