রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে বছর ১৬-র সাদিয়া আক্তার নিহত হওয়ার ঘটনায় পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলি ও শাহাব উদ্দিনকে গ্রেফতার করে কচুদরম পুলিশ। বিশেষ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজার এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে সাদিয়া গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ মারা যায়। সংঘর্ষে ১২ জন আহত হন; দু’জন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ছিলেন । ঘটনার তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করলো চারজনকে। এই নৃশংস হত্যাকাণ্ড আরো যারা জড়িত রয়েছেন সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন নিহতের পরিবারসহ স্থানীয় মানুষ


