জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : জনজাতীয় গৌরব দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার লক্ষীপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয় এক বিশেষ স্বাস্থ্য শিবির। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় আদিবাসী ও গ্রামীণ জনগণের কাছে গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, টিকাকরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, জীবনধারা ও অসংক্রামক রোগ নির্ণয় সহ স্বাস্থ্যবিধি, পুষ্টি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত জনগণকে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পে নিবন্ধনের সুবিধাও দেওয়া হয়।
কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য পরিষেবা সঞ্চালকের সক্রিয় তত্ত্বাবধানে শিবিরটি অনুষ্ঠিত হয়, যার নিষ্ঠা ও উদ্যোগে এদিনের কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিং বে, জেলা উন্নয়ন আয়ুক্ত , কাছাড়, তিনি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তদারকি করেন এবং জেলার স্বাস্থ্য বিভাগের কর্মীদের প্রশংসা করেন তাদের মানবিক প্রচেষ্টার জন্য।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপেশ বর্মন, সভাপতি বর্মন ডেভেলপমেন্ট কাউন্সিল; শৈলেশ সিং, সহকারী বাস্তুকার লক্ষীপুর; ডা. কেএ দেবজ্যোতি বর্মন; হারিপৌ রংমেই, সমাজকর্মী ও সভাপতি, ডিমাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এবং জেলার অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ।
একই দিনে রাজাবাজার, কালাইন ও লক্ষীপুর ব্লকের অধীনে আদি সেবা কেন্দ্রগুলোতে তিনটি জন শুনানি কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যেখানে বিডিও, এসডিও (টিডি), গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জনগণের মতামত শোনেন ও স্থানীয় সমস্যাগুলির সমাধানে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। কর্মসূচির পর পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা জনজাতীয় ঐক্য ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটায়।
ভগবান বিরসা মুণ্ডার অনুপ্রেরণায় কাছাড় জেলা প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ সকলের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে, যাতে সরকারের কল্যাণমূলক উদ্যোগ সত্যিই মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।



