ভেঙে পড়ল প্রাইভেট জেট, নিহত সবাই

১৯ ডিসেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। স্টেটসভিল বিমানবন্দরে অবতরণের সময় একটি সেসনা সি৫৫০ ব্যবসায়িক জেট বিধ্বস্ত হয়। আর তাতেই প্রাণ হারিয়েছেন সকল যাত্রীই। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনায় স্ত্রী (ক্রিস্টিনা) ও দুই পুত্র সহ প্রাণ হারিয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিট নাগাদ স্টেটসভিল বিমানবন্দর থকে উড়ানটি রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ফের রানওয়ের দিকে ফিরে আসে। অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে উড়ানটি। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতেই ভেঙে পড়ে। বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। দাউ দাউ করে জ্বলতে শুরু করে বিমানটি। কালো ধোঁয়ায় ঢেলে যায় গোটা এলাকা।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিমানবন্দরের কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিস, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। স্টেটসভিল বিমানবন্দরে অবতরণের সময় একটি সেসনা সি৫৫০ ব্যবসায়িক জেট বিধ্বস্ত হয়। আর তাতেই প্রাণ হারিয়েছেন সকল যাত্রীই। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনায় স্ত্রী (ক্রিস্টিনা) ও দুই পুত্র সহ প্রাণ হারিয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল। কী কারণে প্রাইভেট জেট ভেঙ্গে পড়ল, তার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *