শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানালেন মেজর জেনারেল কুলবীর

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সিআইজেডব্লুর কর্মসূচি

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক অনুপ্রেরণামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের কমান্ড্যান্ট মেজর জেনারেল কুলবীর সিং। তিনি বিশ্ববিদ্যালয়ের এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সদ্য প্রতিষ্ঠিত ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ক্লাবের ব্যানারে আয়োজিত এটিই ছিল প্রথম অনুষ্ঠান।

‎মেজর জেনারেল কুলবীর সিংয়ের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মনীশ বানসাল। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ এবং ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার ড. জয়দীপ পাল, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ড. অভিজিৎ নাথ। তিনি ভারতসহ বিভিন্ন বন্ধুত্বপূর্ণ বিদেশি দেশের সেনাদের প্রশিক্ষণে সিআইজেডব্লুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং কাউন্টার ইনসার্জেন্সি ও জঙ্গল যুদ্ধকৌশলে দক্ষ অভিজাত সৈনিক গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক খ্যাতির ওপর আলোকপাত করেন। নিজ বক্তব্যে মেজর জেনারেল কুলবীর সিং সিআইজেডব্লুর  লক্ষ্য, প্রশিক্ষণ দর্শন ও কার্যকরী গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রাতিষ্ঠানিক বিষয়ের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, আনুগত্য, দলগত কাজ, অধ্যবসায় ও ইতিবাচক মানসিকতার মতো মূল মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান, যা তিনি পেশাগত জীবন ও জাতি গঠনের ক্ষেত্রে অপরিহার্য বলে উল্লেখ করেন। তিনি এনসিসিকে তরুণদের নেতৃত্বগুণ বিকাশ, দেশসেবার প্রেরণা জাগানো এবং সশস্ত্র বাহিনীতে কর্মজীবন গঠনের একটি শক্তিশালী প্ল্যাটফরম। উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে চার-মাত্রিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, যেখানে অ্যাকাডেমিক উৎকর্ষ, দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা এবং মূল্যবোধনির্ভর শিক্ষার সমন্বয় রয়েছে। তিনি ভবিষ্যতে আরও এ ধরনের তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন, যাতে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও পেশাগত আকাঙ্ক্ষা আরও বিস্তৃত হয়।

‎প্রশ্নোত্তর পর্বে এনসিসি ক্যাডেট ও এনএসএস স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ করা যায়, অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন মিস নজরানা সুলতানা বেগম, সিটিও, এনসিসি সিনিয়র উইং। ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ক্লাবের প্রথম এই অনুষ্ঠানটি ভবিষ্যতে জাতীয় চেতনা জাগ্রত করা এবং প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট কৌশলগত ক্ষেত্রে অর্থবহ পেশার পথে শিক্ষার্থীদের পথনির্দেশে এক দৃঢ় ভিত্তি স্থাপন করল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সৌরভ দাস, সিটিও, এনসিসি সিনিয়র ডিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *