শিলচর ফ্লাইওভারের দাবিতে গোলদিঘী মলে স্বাক্ষর অভিযান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : শিলচর শহরের ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সামাজিক সংগঠন আশ্বাস এনজিও গোলদিঘী মলের সামনে থেকে ব্যাপক স্বাক্ষর অভিযানের শুরু করেছে। এই অভিযানে মলের সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন গোলদিঘী মলের ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন, মলের ক্রেতারাও উৎসাহের সঙ্গে স্বাক্ষর করছেন এবং প্রকল্পের প্রতি সমর্থন জানান। এই স্বাক্ষর অভিযান শুধু গোলদিঘী মলে সীমাবদ্ধ নয়, শহরের বিভিন্ন এলাকায় এটি চলমান রয়েছে।

আশ্বাস এনজিওর পক্ষ থেকে সাধারণ সম্পাদক অলকা দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এই ফ্লাইওভার জনস্বার্থে নির্মিত হচ্ছে। কিন্তু একশ্রেণীর স্বার্থান্বেষী লোকেরা এই গুরুত্বপূর্ণ প্রকল্পে বাধা সৃষ্টি করছে। সাধারণ মানুষের বিশাল সমর্থন যে এই প্রকল্পের প্রতি রয়েছে, তা প্রমাণ করতেই আমরা এই স্বাক্ষর অভিযান শুরু করেছি।”এনজিওর সভাপতি অরুন্ধতী গুপ্ত জানান, “এই স্বাক্ষরসমৃদ্ধ স্মারকপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। জনগণের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে যাবে।”

এছাড়া আশ্বাস এনজিওর সক্রিয় সদস্য দীপ্তি পুরকায়স্থ, জয়িতা দেব, সর্বাণী পাল, প্রিয়াঙ্কা চৌধুরী, অর্জুন পাল এবং বিপ্লব দে জানান, “জনগণের কাছ থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ ও মতামত মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে তুলে ধরা হবে। এতে প্রকল্প আরও কার্যকর হবে। “আশ্বাস এনজিওর সকল সদস্য এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং শহরবাসীদের আরও বেশি সমর্থন আহ্বান জানিয়েছেন। ফ্লাইওভার প্রকল্পের মাধ্যমে শিলচরের যানজট সমস্যা দূর হলে শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সবাই বিশ্বাস করছেন। এই স্বাক্ষর অভিযান শিলচরের নাগরিক সমাজের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে এবং সরকারের নজর কাড়ার আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *