মেডিক্যাল কলেজে কর্মী নিগ্রহের প্রতিবাদে শিলচরেও কালো দিবস পালন 

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : তেজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মী গোবিন্দ কাকতির ওপর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডাঃ অরিজিৎ দত্তের মারধরের অভিযোগে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীরা বুধবার সকাল ৭টা থেকে কালো ব্যাজ পরে ‘কালো দিবস’ পালন শুরু করেন। এই কর্মসূচি বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলবে। অল আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্মচারী পরিষদের সভাপতি ইব্রাহিম আলি লস্কর জানান, কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে কর্মচারী পরিষদের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্মচারী পরিষদের সভাপতি নাহার মজুমদার, সম্পাদক কপিল দেব কর্মকারসহ কার্যকরী সদস্য আরশাদ আহমেদ লস্কর, নাজিম উদ্দিন বড়ভূইয়া, দীপ শর্মা, বিজন দাস, অঞ্জুলাল গোয়ালা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *