গবেষকদের শিক্ষারম্ভে জেন্ডার সংবেদনশীলতা নিয়ে কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : নবাগত গবেষকদের শিক্ষারম্ভে জেন্ডার সংবেদনশীলতার ওপর একদিনের ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। জাতীয় যৌন হেনস্থা প্রতিরোধ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আইসিসির প্রিসাইডিং অফিসার অধ্যাপিকা করবী দত্তচৌধুরী। তিনি ক্যাম্পাসে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীলতা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিষয়ে সচেতনতা ও সংশ্লিষ্ট সবার যৌথ দায়িত্বের ওপর আলোকপাত করেন।

উপাচার্য অধ্যাপক পন্থ সমতা, মর্যাদা ও নৈতিক আচরণের প্রতি আসাম বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জেন্ডার সংবেদনশীলতা উদ্যোগের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিন অধ্যাপক অনুপ কুমার দে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সচেতনতা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের ভূমিকার কথা উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেন ড. দৃষ্টিরূপা পাটগিরি। এদিন জেন্ডার সংবেদনশীলতা যে সকলের সম্মিলিত দায়িত্ব—এই বার্তা ছড়িয়ে দিতে নাটিকাও মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা। এছাড়া আয়োজিত হয় পিওএসএইচ আইন ২০১৩, জেন্ডার সংবেদনশীলতা ও সি-বক্স বিষয়ক তিনটি বিদ্যায়তনিক অধিবেশন। এতে বক্তব্য রাখেন  অধ্যাপিকা অত্রী দেশমুখ্য, অধ্যাপিকা করবী দত্তচৌধুরী ও উপ-নিবন্ধক (পরীক্ষা) বজেন সিং। শেষে আলোচনার সারসংক্ষেপ পেশ করেন ড. অদিতি নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *