গাজার ধ্বংসস্তূপে পাওয়া গেল একই পরিবারের ৩০ জনের মরদেহ

১৭ ডিসেম্বর : গাজা সিটির পশ্চিমাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে একই ফিলিস্তিনি পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স দল। সংস্থাটি জানিয়েছে, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য।

এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানায়, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় এসব মানুষ নিহত হন। সংস্থাটির ধারণা, ওই হামলায় পরিবারটির প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। ইজরায়েলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে আটকে পড়া হাজারো ফিলিস্তিনির মরদেহ উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করা হয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম নিয়ে—এর মধ্যে একটি খননযন্ত্রও রয়েছে—তারা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাবে।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইজরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং উপত্যকার অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *