বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ত্রিপুরার কুমারঘাট থানার অন্তর্গত আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়ির মোট ১৪টি ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
খবর পেয়ে কুমারঘাট, পেচারথল ও কাঞ্চনবাড়ি থেকে তিনটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পরিবারটির সবকিছু ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য কোনও প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়েছে।


