বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : সামাজিক মাধ্যম ফেসবুকে এক লাইভে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নতুন নিয়োগ সংক্রান্তে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রী একাধিক বড় ঘোষণা করেন। ফেসবুকে লাইভে এসে তিনি নতুন নিয়োগ প্রসঙ্গে বিস্তারিত কথা বলেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী ২২ ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের চাকরির নিয়োগপত্র প্রদান করা হবে। আগামী ২৩ ডিসেম্বর চা জনগোষ্ঠীর প্রার্থীরা নিয়োগপত্র লাভ করবেন।
আগামী ১০ জানুয়ারির মধ্যে ADRE চতুর্থ শ্রেণির নিয়োগপত্র প্রদান করা হবে। পাশাপাশি, আগামী ১৫ জানুয়ারির আশেপাশে ADRE অর্থাৎ অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় শ্রেণির নিয়োগপত্র বিতরণ করা হবে।


